Notification texts go here Contact Us Download Now!

মোবাইল প্রেমীদের আকর্ষণ

নতুন আপডেট ফোন , ১২০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩ , সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে ২০২৩ , ১২০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২ , নতুন কি ফোন আসছে , মোবাইল
Informative Desk
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
মোবাইল প্রেমীদের আকর্ষণ
মোবাইল প্রেমীদের আকর্ষণ-
মোবাইল প্রেমীরা উদ্গ্রীব হয়ে আছে, ২০২৪ সালে মোবাইল ফোনের জগতে নতুন কী আসছেনতুন কী ফিচার আসতেছে  পুরোতন মোবাইল গুলোতে? প্রযুক্তির ছোঁয়ায় মোবাইলের জগতে নতুন আকর্ষণ গুলো নিয়ে আজকের টপিক।


) ওয়ানপ্লাস ১২ : -
অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ মোবাইল জগতে নতুন আকর্ষণ নিয়ে হাজির হয়েছে ওয়ানপ্লাস ১২

কালার: -
জেড ব্ল্যাক
অ্যাস্ট্রাল গ্রিন
সাদার একটি শেডে পাওয়া যাবে মোবাইলটি।

ক্যামেরা: -
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম চালিত  মোবাইলটিতে ক্যামেরার ক্ষেত্রে বরাবরের মতোই থাকছে চমক। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে থাকছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সাথে থাকছে  ৪৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স।
সামনে সেলফি ভিডিও কলের জন্য থাকছে  ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।


ব্যাটারি ক্যাপাসিটি: -
ব্যাটারি ক্যাপাসিটি ৫৪০০ এমএএইচ এবং ১০০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং।  মাত্র ২৫ মিনিটেই ফুল চার্জ হবে মোবাইল টি।  এতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন জেন চিপসেট।

র‌্যাম সুবিধা: -
২৪ জিবি র‌্যাম এবং টেরাবাইট স্টোরেজ সুবিধা রয়েছে এতে। সাথে থাকছে .৮২ ইঞ্চির এক্স১ ওরিয়েন্টাল এলটিপিও ওলেড ডিসপ্লে।

মূল্য : -
মার্কেটে মেবাইলটির দাম পড়বে প্রায় ৬০  থেকে ৭০ হাজার টাকা।

) স্যামসাং গ্যালাক্সি এস২৪ন : -
প্রযুক্তির আরেকটি আলোচিত মোবাইল  ফোন স্যামসাং গ্যালাক্সি এস২৪। এতে রয়েছে -
) এক্সিনস হাজার ৪০০ প্রসেসর
জিবি ্যাম, দশমিক ইঞ্চি স্ক্রিন
অ্যামোলেড কোয়াড এইচডি প্যানেল  
) পিক ব্রাইটনেস লেভেল ২৫০০ নিটস, যা অ্যাপল ১৫ সিরিজের থেকে বেশি।
) রিফ্রেশ রেট থাকবে ১২০ হার্টজ। এর পেছনে থাকছে ট্রিপল লেন্স ক্যামেরা।

ক্যামেরা লেন্স: -
লেন্সগুলোর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ১০ মেগাপিক্সেলের তিন গুণ জুমসমৃদ্ধ টেলিফটো ক্যামেরা লেন্স।

ব্যাটারি: -
মোবাইলটিতে ব্যাটারি থাকবে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার। ১২ জিবি র‌্যামসহ ২৫৬ ৫১২ জিবি এবং ১টিবির তিনটি আলাদা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে মোবাইল ফোনে।

কালার : -
ডিভাইসটি টি কালারে বাজারে আসবে।
) কালো
) ধূসর
) বেগুনি
) হলুদএই চারটি রঙে।

র‌্যাম: -
মোবাইটিতে থাকবে ১২ জিবি ্যাম ও . ইঞ্চির স্ক্রিন এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন জেন প্রসেসর।

মূল্য : -
বাজারে এর দাম পড়বে ভ্যারিয়েন্টভেদে ৯০ হাজার থেকে প্রায় লাখ ৪০ হাজার টাকা।


) শাওমি ১৪ : -
সফটওয়্যারের দিক দিয়ে নতুন হাইপারওএস নিয়ে বাজারে এসেছে  শাওমির আলোচিত, অ্যান্ড্রয়েড ১৪ । অ্যান্ড্রয়েড ১৪ এর স্ক্রিন : -
সেটটিতে আছে-
) .৩৬ ইঞ্চির ফ্ল্যাট স্ক্রিন।
) .৫কে রেজল্যুশনের ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।
) স্ক্রিনেই আবার ফিংগার প্রিন্ট সেন্সর ইন্টিগ্রেটেড রয়েছে।
) আছে গরিলা গ্লাস ভিকটাসের প্রোটেকশন।
) কোয়ালকমের লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন জেন ব্যবহার করা হয়েছে এতে।

র‌্যাম:-
১৬ জিবি পর্যন্ত ্যাম টেরাবাইট পর্যন্ত ইউএফএস স্টোরেজ রয়েছে মোবাইল ফোনটিতে।

ব্যাটারি: -
৪৬১০ মিলিএম্পের ব্যাটারি সংযোগ করা  হয়েছে মোবাইলটিতে।

সফটওয়্যার: -
সফটওয়্যারের দিক দিয়ে নতুন হাইপারওএস রয়েছে ফোনটিতে, যা অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে তৈরি। শাওমি ১৪-তে ৫০ মেগাপিক্সেল হান্টার ৯০০ মেইন সেন্সর সংযুক্ত।  ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স ৫০ মেগাপিক্সেল ওআইএস-যুক্ত টেলিফটো ইউনিট রয়েছে এতে।

সাউন্ড রেকর্ড: -
মোবাইল  ফোনটির ফ্রন্টে থাকছে ৩২ মেগাপিক্সেল সেলফি শুটার। শাওমি ১৪ অ্যান্ড্রয়েড ফোনটিতে ডলবি এটমস ডুয়েল স্টিরিও স্পিকার এবং -মাইক অ্যারো সংযোগ  রয়েছে, যা ভিডিও রেকর্ডিংয়ের সময় ৩৬০ ডিগ্রি সাউন্ড রেকর্ড করতে পারে।

দাম: -
বাজারে এর দাম পড়বে ৭২ হাজার থেকে প্রায় লাখ টাকা।


উপসংহার : -
প্রযুক্তির উৎকর্ষতার ছোঁয়ায় বর্তমানে মানুষের হাতে হাতে পৌঁছে গেছে আকর্ষণীয় ডিজাইনের অ্যান্ড্রয়েড সেট। যারা নিত্যনতুন অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে আনন্দ পান তাদের জন্য রয়েছে হৃদয়ের খোরাক। আধুনিক প্রযুক্তির অ্যান্ড্রয়েড সেট গুলো মানব জীবনে বয়ে আনুক কল্যাণ অনাবিল আনন্দ।

পোস্ট ট্যাগ -
নতুন আপডেট ফোন , ১২০০০ টাকার মধ্যে মোবাইল ২০২৩ , সবচেয়ে বেশি চার্জ থাকে কোন মোবাইলে ২০২৩ , ১২০০০ টাকার মধ্যে মোবাইল ২০২২ , নতুন কি ফোন আসছে , মোবাইল এর নাম , ১২০০০ টাকার মধ্যে মোবাইল বাংলাদেশ , কোন দেশের মোবাইল সবচেয়ে ভালো , নকিয়া এন্ড্রয়েড ফোন ২০২৩ , স্মার্টফোনের দাম , স্মার্টফোন কে আবিষ্কার করেন , মোবাইল ফোন , নকিয়া স্মার্টফোনের দাম , নোকিয়া মোবাইল , নোকিয়া মোবাইল সেট , নোকিয়া মডেল , নোকিয়া নতুন মোবাইল , কাচের মোবাইল ফোন দাম , নোকিয়া স্মার্টফোন

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.