বর্তমান ডিজিটাল যুগে ইলেকট্রনিক্স
পণ্যের চাহিদা উত্তরোত্তর বেড়েই চলেছে। প্রতিটি
মানুষের ঘরেই ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা রয়েছে । প্রযুক্তির উৎকর্ষতায় মানুষের জীবনে
ইলেকট্রনিক্স পণ্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য । এ সুযোগকে কাজে লাগিয়ে দুর্দান্ত
ব্যবসার আইডিয়া ইলেকট্রনিক্স পণ্য এনে দিতে
পারে অর্থনৈতিক সফলতা ।
রিজিকের বেশির ভাগ অংশই রয়েছে ব্যবসায়। শুধুমাত্র ব্যবসার মাধ্যমেই
আপনি লক্ষ টাকা মালিক হতে পারবেন। ইনভেস্টের
দ্বিগুণ আয় করবেন মাত্র কয়েক বছরেই।
ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা পদ্ধতি সমূহ : -
ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা সাধারনত ২ প্রকার, যথা : -
১) ডিলারশীপ ব্যবসা পদ্ধতি।
২) খুচরা বিক্রির ব্যবসা পদ্ধতি।
১) ডিলারশীপ ব্যবসা পদ্ধতি
: -
ডিলারশীপ ব্যবসা পদ্ধতি হলো
নির্দিষ্ট কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে নির্দিষ্ট এরিয়ায় ঐ কোম্পানির পণ্য
পাইকারী সেল করা। এ পদ্ধতিতে বড় রকমের ইনভেস্ট প্রয়োজন হয়।
২) খুচরা বিক্রির ব্যবসা
পদ্ধতি : -
খুচরা বিক্রির ব্যবসা পদ্ধতিতে বড় ধরনের ইনভেস্ট না করে সামর্থ্য
অনুযায়ী পণ্য কিনে তা কাস্টমারদের কাছে বিক্রি
করা।
ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে
প্রথমে খুচরা পণ্য বিক্রির ব্যবসা শুরু করাই
উপযুক্ত। লাভের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে ব্যবসা
আস্তে আস্তে বড় করতে হবে।
ইলেকট্রনিক্স পণ্যের তালিকা
: -
১) এনার্জি লাইট,
২) চার্জার লাইট
৩) সিলিং ফ্যান,
৪) টেলিভিশন,
৫) ফ্রিজ,
৬) স্ট্যাবিলাইজার,
৭) ব্লেন্ডার মেশিন,
৮) স্পিকার, আয়রন,
৯) পানির ফিল্টার,
১০) সিডি/ডিভিডি প্লেয়ার,
১১) মাল্টিপ্লাগ,
১২) আইপিএস,
১৩) ইউপিএস,
১৪) মাইক্রোওয়েভ,
১৫) ওয়াশিং মেশিন,
১৬) ক্যামেরা,
১৭) রুম হিটার বা গিজার,
১৮) এয়ার কন্ডিশন,
১৯) এয়ার কুলার,
২০) কম্পিউটার সেট।
এ জাতীয় হাজারো ইলেকট্রনিক্স পন্য এখন বাজারে। স্থান কাল পাত্র
ভেদে চাহিদার অনুপাতে আইটেম নির্ধারণ করে শুরু করুন ইলেকট্রনিক্স পন্যের ব্যবসা এবং
সফল হয়ে উঠুন অর্থনৈতিকভাবে।
ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসা
শুরু করার জন্য নিন্মুক্ত ধাপসমূহ অনুসরণ করুন : -
১) ব্যবসার সঠিক পরিকল্পনা
গ্রহন করা।
২) মূলধন সংগ্রহ করা।
৩) ব্যবসা সম্পর্কে দক্ষতা
অর্জন করা।
৪) ব্যবসায়ের নাম নির্ধারণ করা।
৫) সরকারি নিয়মে লাইসেন্স করা।
৬) গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় স্থান নির্বাচন করা।
৭) পণ্যের সোর্স ও পাইকারি মার্কেট সম্পর্কে স্টাডি করা।
৮) টার্গেটকৃত গ্রাহক স্টাডি করা।
৯) 'প্রচারেই প্রসার' তাই পরিচিতি বাড়ানো।
১০) আয় - ব্যয়ের হিসাব সংরক্ষণ করা।
১১) প্রতিমাসে ব্যবসার অবস্থা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা।
১২) ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে তা সংশোধনের ব্যবস্থা করা।
১৩) গ্রাহক সন্তুষ্টি সর্বদাই মাথায় রাখা।
১৪) আচার ব্যবহারে গ্রাহককে আকৃষ্ট করা।
১৫) গ্রাহকের চাহিদা অনুপাতে পণ্য সরবরাহ করা।
১৬) সর্বাবস্থায় ও সর্বক্ষেত্রে সততা বজায় রাখা।
উপসংহার : -
অর্থনৈতিক জীবনে উত্তরোত্তর সাফল্য আনতে হলে সৎভাবে ব্যবসা করাই একমাত্র উপায়। সৎ ব্যবসায়ীদের মর্যাদা আল্লাহই
বৃদ্ধি করেন। ব্যবসায় লাভবান হওয়ার জন্য আল্লাহর উপরে অধিক ভরসা করা। ইলেকট্রনিক্স
পণ্যের ব্যবসা দক্ষতার সাথে পরিচালনা করতে পারলে অর্থনৈতিকভাবে জীবনে সফলতা আসবেই ইনশাআল্লাহ।
পোস্ট ট্যাগ -
ইলেকট্রনিক্স পণ্যের তালিকা , ইলেকট্রনিক্স পণ্যের দাম , ইলেকট্রিক
ডিলার ব্যবসা , ঘরে বসে ব্যবসা আইডিয়া , পার্ট টাইম ব্যবসার আইডিয়া , হার্ডওয়্যার
পণ্যের তালিকা , কনফেকশনারী ব্যবসার আইডিয়া , উৎপাদনমুখী ব্যবসার আইডিয়া