আধুনিক যুগে কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে নিজের ইচ্ছামত ডিজাইন
করা,যে কোন কিছুতে নতুনত্ব আনয়ন করা, অক্ষরের সু-সন্নিবেশিত রূপ প্রদান সহ আকর্ষণীয়
সব কাজই করা সম্ভব ।
গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে ব্যক্তি তার ইচ্ছানুযায়ী পোস্টার
, ফ্লাইয়ার ,ভাউচার, ওয়েব সাইট, বিজনেস কার্ড, লোগো, টি-শার্ট, বইয়ের প্রচ্ছদ ইত্যাদির
নকশা ডিজাইন করতে পারে।এ ডিজাইন দক্ষতার সাথে শিক্ষা লাভ করে কাঙ্ক্ষিত মানের ইনকাম
করা সম্ভব।
গ্রাফিক্স ডিজাইন শিখতে
করণীয় : -
১) সিদ্ধান্ত গ্রহণের শপথ
: -
গ্রাফিক্স ডিজাইন শুরু করতে প্রথমে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ
করুন। রুটিন করে অন্তত ৩ মাস দৈনিক ৬-৮ ঘন্টা করে সময় দিতে হবে। ঘুরাঘুরি, বেড়াতে
যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেয়া ও মোবাইলে
সময় নষ্ট না করার সিদ্ধান্ত গ্রহণ করুন।
২) ফটোশপ ও ইলোস্ট্রেটর
ইনস্টল করুন: -
১টা পিসি কনফিগার করে শুরুতে ফটোশপ এবং ইলোস্ট্রেটর ইনস্টল করুন।
৩) ইউটিউবে ভিডিও দেখুন:
-
বেসিক টুলস সম্পর্কে ইউটিউবে
রেন্ডম কিছু ভিডিও দেখে ট্রাই করুন। সম্ভব হলে
সিনিয়র কারও হেল্প নিতে পারেন।
৪) ক্যাটাগরি চয়েস করুন:
-
১টা নির্দৃষ্ট ক্যাটাগরি চয়েস করুন যে ক্যাটাগরির উপর কাজ করতে
আপনার ভালো লাগে। যেমন, লোগো ডিজাইন এবং UI ডিজাইন ইত্যাদি।
৫) ডাওনলোড করে কাজ করুন: -
অনলাইন থেকে ডাওনলোড করে কিছু কাজ হুবহু কপি করার চেষ্টা করুন। এতে কোণ কাজ কোণ টুলস দিয়ে করা হয়েছে বুঝতে পারবেন।
শুধু প্র্যাকটিসের জন্য কিছু টিউটোরিয়াল দেখা যেতে পারে।
৬) এক্সারসাইজ করুন :
-
এ পর্যায়ে এসে নিজে নিজে কিছু কাজ করার চেষ্টা করুন। পেন্সিল নিয়ে খাতায় যা ইচ্ছা একে সেটাকেই
বাস্তব রুপ দেওয়ার প্রচেষ্টা করুন।
৭) নেটওয়ার্কে গ্রুপে শেয়ার
করুন: -
নিজের কাজগুলাকে সোশ্যাল নেটওয়ার্কে সহ বিভিন্ন গ্রুপে শেয়ার করুন।
অনেকের বিভিন্ন ধরনের মন্তব্য ও মতামত নিয়ে দক্ষতা
উন্নত করার চেষ্টা করুন।
৮) এডভান্স লেভেলে নজর
দিন : -
৩-৪ মাসের একটানা পরিশ্রমে করলে একটা লেভেলে পৌছে যাবেন। আরও নতুন টুলস এর সাথেও পরিচিত হবেন। দেখবেন এবং
শিখবেন ফন্টের ব্যাবহার, কালারের ব্যাবহার, টাইপোগ্রাফি নানান অভিজ্ঞতা অর্জন
করবেন।
গ্রাফিক ডিজাইনে দক্ষতা
থেকে ইনকাম: -
গ্রাফিক ডিজাইনে দক্ষতা বৃদ্ধি ও উপার্জনের কলা কৌশল বিষয়ে করণীয়:
-
১) ফ্রিল্যান্স কাজ: -
গ্রাফিক ডিজাইন দক্ষতা থেকে উপার্জন করার সবচেয়ে জনপ্রিয় উপায়গুলির
অন্যতম ১টি হল ফ্রিল্যান্স কাজের মাধ্যমে। আপনার কাজের একটি পোর্টফোলিও তৈরি করুন এবং আপওয়ার্ক,
ফাইভার বা ফ্রিল্যান্সারের মতো ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম গুলোতে আপনার পরিষেবাগুলো অফার
করুন।
২) ডিজিটাল পণ্য বিক্রি
করুন:
স্টক গ্রাফিক্স, আইকন ও টেমপ্লেটের মতো ডিজিটাল পণ্য তৈরি করুন
এবং ক্রিয়েটিভ মার্কেট, এনভাটো বা Etsy-এর মতো প্ল্যাটফর্মে বিক্রি করুন।
৩) ডিজাইন প্রতিযোগিতা:
99 ডিজাইন অথবা ডিজাইনহিলের মতো প্ল্যাটফর্মে ডিজাইন প্রতিযোগিতায়
অংশগ্রহণ করা, আপনার পোর্টফোলিও তৈরি করে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।
৪) সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং:
আপনার কাজ প্রদর্শন করতে ও ক্লায়েন্টদের আকৃষ্ট করতে
Instagram অথবা Pinterest এর মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
৫) ওয়েবসাইটে ডিজাইন পরিষেবা
অফার করুন:
আপনার আকর্শনীয় কাজ প্রদর্শনের জন্য একটি ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্টদের
সরাসরি ডিজাইন পরিষেবাগুলো অফার করতে পারেন।
৬) ডিজাইন এজেন্সি বা ইন-হাউস
ডিজাইন টিম করুন: -
ডিজাইন এজেন্সি বা ইন-হাউস ডিজাইন টিম করে কোম্পানিগুলিতে কাজের
সুযোগ খুঁজতে পারেন। মনে রাখতে হবে যে গ্রাফিক ডিজাইন শিল্প অত্যন্ত প্রতিযোগিতামূলক
প্লেস।
৭) ডিজাইনে আপ-টু-ডেট থাক:
-
ক্রমাগত দক্ষতা বৃদ্ধি ও প্রাসঙ্গিক সর্বশেষ ডিজাইনের প্রবণতার
সাথে আপ-টু-ডেট থাকা অপরিহার্য।
৮) নেটওয়ার্কিং করা :
-
১টি শক্তিশালী পোর্টফোলিও তৈরি করা, অন্যান্য ডিজাইনার ও ক্লায়েন্টদের
সাথে নেটওয়ার্কিং করা এবং ক্রমাগত আপনার দক্ষতা উন্নত করার ননস্টপ প্রচেষ্টা আপনাকে
গ্রাফিক ডিজাইন শিল্পে এনে দিতে পারে কাঙ্ক্ষিত সফলতা।
উপসংহার : -
কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে মনের ক্যানভাসে অঙ্কিত ছবিকে
বাস্তবে রূপ দেয়া যায়। বর্তমানে দক্ষতার সাথে গ্রাফিক্স ডিজাইন করে অনেকেই অর্থনৈতিক
জীবনে সফলতা অর্জন করছেন। সম্মান ও সম্পদ উভয় অর্জন করা যায় গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে।
যারা স্মার্ট ক্যারিয়ার গঠনে আগ্রহী তারা এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন।
পোস্ট ট্যাগ -
বাংলাদেশের সেরা গ্রাফিক্স ডিজাইনার , গ্রাফিক্স ডিজাইনারের বেতন
, গ্রাফিক্স ডিজাইন ছবি , গ্রাফিক ডিজাইনার কি , গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগবে
, গ্রাফিক্স ডিজাইন , ফ্রিল্যান্সিং , গ্রাফিক্স ডিজাইনার নিয়োগ বিজ্ঞপ্তি , গ্রাফিক্স
ডিজাইন ২০২৩