বিশ্বব্যাংকের বৃত্তি নিয়ে অক্সফোর্ড-হার্ভার্ড-স্ট্যানফোর্ডে
পড়ালেখার সুযোগ রয়েছে। বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা
এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
পিএমআপডেট : -
৬ ডিসেম্বর ২০২৩,
০৪:০৩ পিএম বৃত্তি নিয়ে বিদেশি শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে
স্নাতকোত্তরে পড়ার সুযোগ দিচ্ছে জাপান ও বিশ্বব্যাংক।
“জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ”-
এর আওতায় বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশগুলোর
শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রতিবছর দুটি সময়ে এ বৃত্তির জন্য আবেদনের সুযোগ পেয়ে
থাকেন শিক্ষার্থীরা।
অ্যাপ্লিকেশন
উইন্ডো-১ :
এ ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত
আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এ ধাপের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে
২০২৪ সালের মার্চে।
অ্যাপ্লিকেশন
উইন্ডো-২ :
–এ আবেদন শুরু হবে আগামী বছরের ২৫ মার্চে। এ ধাপে আবেদন
চলবে আগামী ২৪ মে পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০২৪ সালের
জুনে।
কোন কোন বিশ্ববিদ্যালয়ে
পড়া যাবে?
জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপের
আওতায় পড়া যাবে : -
১) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়,
২) লন্ডন স্কুল অব ইকোনমিকস,
৩) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়,
৪)ইউনিভার্সিটি অব
৫) টোকিও,
৬) ইউনিভার্সিটি অব লিডস,
৭) ইউনিভার্সিটি অব সাসেক্স,
৮) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের ১৯টি
বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ মিলবে।
সুযোগ-সুবিধা:
-
১) সম্পূর্ণ টিউশন ফি
২) বিমানে আসা-যাওয়ার খরচ
৩) চিকিৎসা বিমা
৪) মাসিক উপবৃত্তি দেওয়া হবে। যার মাধ্যমে
আবাসন, খাবার ও বই কেনার ব্যয় বহন করা যাবে।
আবেদনের যোগ্যতা:
-
১) বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক
হতে হবে।
২) কোনো উন্নত দেশের দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না।
৩) সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৪) আবেদনের তারিখের কমপক্ষে তিন বছর আগে স্নাতকসম্পন্ন
করতে হবে।
৫) উন্নয়ন–সম্পর্কিত কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে
আবেদন প্রক্রিয়া:
-
আগ্রহী প্রার্থীরা অনলাইনে ২০২৪ আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া:
-
JJ/WBGSP উন্নয়নশীল দেশের নাগরিকদের থেকে যোগ্য বৃত্তির
আবেদনগুলি পর্যালোচনা করার জন্য নিম্নলিখিত প্রক্রিয়াটি ব্যবহার করে: -
দেশের উন্নয়নকে প্রভাবিত করার জন্য, তাদের স্নাতক অধ্যয়ন
শেষ করার পরে, সর্বোচ্চ সম্ভাবনার প্রার্থীদের চিহ্নিত করার লক্ষ্যে।
১) দুটি যোগ্য মূল্যায়নকারী স্বাধীনভাবে প্রতিটি যোগ্য
আবেদনের পর্যালোচনা করে।
২) ১ - ১০ স্কেলে
আবেদনটি স্কোর করে,
৩) চারটি প্রধান
বিষয় এবং তাদের মধ্যে সমন্বয়ের মাত্রা বিবেচনা করে: -
১) Quality of Professional Experience (30% weight)
(পেশাদার অভিজ্ঞতার গুণমান (30% ওজন)
২) Quality of Professional Recommendations (30%
weight) পেশাদার সুপারিশের গুণমান (30% ওজন)
৩) Quality of Commitment to your Home Country (30%
weight) দেশের প্রতি অঙ্গীকারের গুণমান (30% ওজন)
৪) Quality of Education Background (10% weight) শিক্ষার গুণগত পটভূমি (10% ওজন)
যাদেরকে স্কলারশীপ
দেয়া হয়: -
সেই সমস্ত আবেদনকারীদের বৃত্তি দেওয়া, যাদের অন্যান্য
জিনিস সমান, বিদেশে স্নাতক অধ্যয়নের জন্য আর্থিক সংস্থানগুলিতে সীমিত অ্যাক্সেস রয়েছে। জেজে/ডব্লিউবিজিএসপি সচিবালয় অনুমোদনের জন্য জেজে/ডব্লিউবিজিএসপি
স্টিয়ারিং কমিটির চূড়ান্তদের তালিকা উপস্থাপন
করে।
জেজে/ডব্লিউবিজিএসপি
স্টিয়ারিং কমিটির অনুমোদনের পরেই বিজয়ীদের জানানো হবে।
পোস্ট ট্যাগ
-
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বৃত্তি , মাস্টার্স
স্কলারশিপ , স্কলারশিপ খবর , নওগাঁ জেলা পরিষদ শিক্ষা বৃত্তি ২০২৩ , ইসলামী ব্যাংক
শিক্ষাবৃত্তি ২০২৩ , শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি ২০২৩ , বাংলাদেশ সুইডেন ট্রাস্ট
ফান্ড , পিএইচডি স্কলারশীপ