পরিবহন ব্যবসা
কি?
বর্তমান সমাজের মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার
পরিবহন নির্বাচনে আরাম ও সুরক্ষা দু'টো কেই যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। সময়ের সাথে সাথে সমাজের মানুষের পরিবহন ব্যবহারেও পরিবর্তন এসেছে।
মানুষের ব্যস্ততা ও উপার্জন বাড়ায় মধ্যবিত্ত
শ্রেণীও সময় বাঁচাতে দ্রুত পরিবহন ব্যবস্থায় আগ্রহী হচ্ছে। ব্যবসায়িক উদ্দেশ্যে মানুষের
সুরক্ষা ও আরামদায়ক পরিবহন ব্যবস্থা দক্ষতার সাথে পরিচালনা করাই হচ্ছে পরিবহন ব্যবসার
সফলতা ।
পরিবহন ব্যবসার
সুবিধা : -
পরিবহনে সুব্যবস্থার প্রয়োজনীয়তা প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সমাজের মানুষের
পরিবহনের চাহিদা পুরণে পরিবহন বাণিজ্য হঠাৎ
বর্ধিত হয়ে উঠেছে। লাভ জনক হওয়ায় এ ব্যবসায় নবীন উদ্যোগতাদের আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত
।
পরিবহন ব্যবসার
প্রয়োজনীয়তা : -
প্রতি দিন ভিড়ে ঠাসা বাসে বাদুড়ঝোলা হয়ে কর্মক্ষেত্রে যাত্রা করা যাত্রীদের মোটেই পছন্দ নয়। উন্নত মানের
পরিবহন পরিষেবার চাহিদা রুচিশীল প্রতিটি মানুষের। জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা
অস্বীকার্য।
পরিবহন পরিষেবার
বাণিজ্য বিকাশের বুনিয়াদি উপায়: -
১) ওলা/ উবার
প্রভৃতি অনলাইন ট্যাক্সি: -
পরিবহন ব্যবসায় নিজস্ব অনলাইন ক্যাব পরিষেবা খোলার চেয়ে ওলা বা উবার সংস্থার সাথে যুক্ত হয়ে উপার্জন করা
অনেক বেশি সহজ। নিজের গাড়িগুলি নথিভুক্ত করে
সংস্থার আঞ্চলিক কার্যালয়ে কাজ শুরু করুন।
যত বেশি গাড়ি নথিভুক্ত করবেন তত বেশি লাভ। কাঙ্খিত আয় করতে দক্ষ চালক প্রয়োজন। ওলা/ উবারও ব্যবসা বাড়াতে কার পুল বা শেয়ার বিকল্প নিয়ে এসেছে। এর সাহায্যে যাত্রীদের অনেক আর্থিক সুরাহা হয়।
২) শাটল পরিষেবা:
-
বর্তমানে বাজারে এসেছে শাটল নামের একটি উন্নতমানের পরিষেবা।
নিত্য অফিস যাত্রীদের এটি খুবই উপযোগী। কিছু গাড়ির মালিকরা নিত্য অফিস যাত্রীদের জন্য এ
পরিষেবা চালু করে আয় করছেন।
৩) পেট ক্যাব:
-
শুধু মাত্র আদরের পোষ্যদের নিয়ে যাওয়ার জন্য পেট ক্যাবের
এ পরিষেবা। বিভিন্ন সংস্থার অসহায় পশু প্রেমিকদের সাহায্য করে এরা উপার্জন করে। এ বাণিজ্যে
এখনো প্রতিদ্বন্দ্বিতা খুব বেশি হয়নি। অবলা জন্তুদের প্রতি বিরূপ মনোভাব পোষণ না করলে এ পরিষেবার মাধ্যমে আয় করতে পারেন।
৪) আউটস্টেশান
গাড়ি ভাড়া: -
গাড়ির মালিকদের জন্য একটি লাভজনক ব্যবসা হচ্ছে - ভ্রমণ
পিপাসু মানুষদের নিয়ে দু তিন দিনের জন্য শহরের কাছে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে উপার্ন
করা। এ সার্ভিসে যাওয়া, আসা, শুল্ক, চালকের
থাকা, খাওয়া দাওয়া সব কিছু প্যাকেজের অন্তর্ভুক্ত। এখন ওলা/ উবারও এর সাথে যুক্ত হয়েছে ।
৫) সরবরাহ ব্যবস্থা:
আমাজন, ফ্লিপকার্টের
মতো বিভিন্ন ছোট বড় ই কমার্স সাইটের পণ্য সরবরাহের জন্য পরিবহন পরিষেবা বাণিজ্যের পথ
প্রশস্ত হয়েছে। উপার্জন খুবই লোভনীয় হওয়ায় এ সেক্টরে কাজের সুযোগ প্রতিনিয়তই বাড়ছে।
৬) ট্রাক পরিষেবা:
ট্রাক পরিষেবা, পরিবহন ব্যবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
বিভাগ। দীর্ঘ দিন ধরে দেশের এক প্রান্ত থেকে
অন্য প্রান্তে ট্রাক বোঝাই ভারী পণ্য ও গবাদি
পশু পরিবহন করা হয়। এই কাজটি অবিরাম ও অত্যন্ত ঝুঁকি পূর্ণ হওয়ায় এর উপার্জনের অংশও
অধিক। একাজে নামার আগে লাইসেন্স, পারমিট, সুদক্ষ চালক, যথাযথ কাগজপত্র ইত্যাদির ব্যবস্থা
করতে হবে। এই ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করায়,
অর্থ নৈতিক লাভের পরিমাণ ও ভালো।
৭) লাক্সারি
ও দূরপাল্লার বাস:
বিভিন্ন শহরে
যেতে আরামদায়ক লাক্সারি বাসের প্রলোভন এড়ানো
সত্যিই কঠিন। শীততাপ নিয়ন্ত্রিত বাসগুলিতে হেলানো সিট্, জানলায় পর্দা, রাইডিং লাইট,
প্রভৃতি সুব্যবস্থা বিমানে ভ্রমণের কথা স্মরণ করিয়ে দেয়। এ ব্যবসায়ও প্রাথমিক বিনিয়োগ
বেশি কিন্তু সুদক্ষ চালক থাকলে লভ্যাংশের পরিমান রীতিমতো আকর্ষণীয়। এ ব্যবসায় শুধু
বাসটিকে বি আর টি. কার্যালয়ে নথিভুক্ত করাতে হবে।
৮) জরুরি চিকিৎসা
ভিত্তিক পরিষেবা: -
বিনোদন কেন্দ্রিক
পরিষেবার তুলনায় জরুরি চিকিৎসা ভিত্তিক পরিসেবার চাহিদা ও ব্যবসার সুযোগ দুই বেশি।
প্রাথমিক বিনিয়োগ ও আধুনিক রুগী পরিচর্যার
এম্বুলেন্স প্রস্তুত করে একবার কোনো বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমের সাথে
চুক্তি করে প্রচুর লাভ করা যায়।
৯) সাধারণ চিকিৎসা
ভিত্তিক পরিষেবা:
ডাক্তারি সাজ
সরঞ্জাম সহ ওষুধ, চেয়ার- টেবিল ও প্রয়োজনীয় ব্যবস্থা সাজিয়ে বিখ্যাত হাসপাতাল এবং ভালো কোনো সরবরাহ সংস্থার সাথে যুক্ত হয়ে এই
কাজটি করে সন্তোষজনক উপার্জন করা সম্ভব।
১০) দু চাকার
পরিষেবা (পাঠাও) : -
বাইক পরিবহন
পরিষেবার মাধ্যমে সহজেই অল্প খরচে, কম সময়ের মধ্যে নিজ গন্তব্যে যাওয়া সহজ হয়েছে। এ ছাড়াও সাইকেল ভাড়া পরিষেবা বিভিন্ন ব্যস্ত শহরে,
যানজটপূর্ণ এলাকায় ছাত্র ছাত্রীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করছে।
১১) স্থানান্তরণ
পরিষেবা: -
অধিকাংশ সচ্ছল পরিবার এবং চাকরিজীবি যুবক যুবতীরা এক
বাসস্থান থেকে অন্য ঠিকানায় যাওয়ার সময়ে এ পরিষেবার শরণাপন্ন হয়। এই পরিবহন পরিষেবায়
ভালো উপার্জনের সুযোগ রয়েছে। এই ব্যবসায় ভালো করতে হলে খেয়াল রাখতে হবে যাত্রার সময়ে যেন কোনো জিনিস ক্ষতিগ্রস্ত
না হয়।
১২) ভ্রমণ সংস্থা:
-
অনেকেই ট্র্যাভেল
এজেন্সির মাধ্যমে দেশে বিদেশে বেড়াতে যান।
কোন ট্র্যাভেল এজেন্সির সাথে যুক্ত হতে পারলে পরিবহন ব্যবসায় বিপুল অর্থ লাভের সম্ভাবনা
রয়েছে । সুবিধে মতো বিনিয়োগ করে প্রচার,বিস্বস্ত
ও গুণান্বিত যানবাহন,অভিজ্ঞ চালক থাকা অত্যন্ত
জরুরি। একবার ব্যবসা দাঁড়িয়ে গেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
১৩) স্কুল বাস
ও কার পুল: -
ছাত্র ছাত্রীরা সারা বছরই স্কুলে যাতায়াত করে বাস অথবা
কারপুলের মাধ্যমে। এ ব্যবসায় উপার্জনের রাস্তা
সারা বছর খোলা থাকে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারলেই এ পরিবহন বাণিজ্যে
সারা বছর উপার্জন করা সম্ভব।
পরিবহন ব্যবসাকে সাফল্য মন্ডিত করে তোলার অনেক রাস্তা
রয়েছে। বর্তমান অবস্থা জরিপ করে এই ব্যবসায় অভিজ্ঞ জনের পরামর্শ নিয়ে ভেবে-চিন্তে ব্যবসায়ে নামার সিদ্ধান্ত নেয়া উচিত । প্রচুর লাভের সম্ভাবনাময় এই সেক্টরে সৎ লোকদের আগমন ঘটলে জাতি
উপকৃত হবে।
পোস্ট ট্যাগ-
পরিবহন ব্যবসায় লোন , পুরাতন গাড়ির ব্যবসা , ট্রাক
ব্যবসা , গাড়ি ভাড়া ব্যবসা , রিকন্ডিশন গাড়ির ব্যবসা , বাস মালিকের আয় , রেন্ট
এ কার ব্যবসা , কিস্তিতে হাইস গাড়ি , ব্যবসায়ের উদ্দেশ্য সমূহ আলোচনা কর , অর্থনীতি
ব্যবসায়ের ভিত্তি আলোচনা কর , ব্যবসায়ের কার্যাবলী আলোচনা কর , ব্যবসায় সংগঠন ও
ব্যবস্থাপনা , ব্যবসায় অর্থসংস্থানের গুরুত্ব , ব্যবসায় পরিবেশ কি , ব্যবসায় কি
একটি পেশা? , ব্যবসায়িক যোগাযোগ বলতে কি বুঝ ? এর গুরুত্ব আলোচনা কর ।