স্মার্টফোন বর্তমান জীবনের এক অতি প্রয়োজনীয় যন্ত্র হয়ে দাঁড়িয়েছে। অতি প্রয়োজনীয় এ মুঠোফোন
অনেক সময় স্লো হয়ে যায়। যা আমাদের সময় অপচয় করে, এমনকি অনেক সময় বিরক্তির কারণও
হয়ে দাঁড়ায়। অ্যান্ড্রয়েড সেট ব্যবহারকারী প্রত্যেক ব্যক্তিই চান যে,তার স্মার্টফোনটি
ফার্স্ট ফাস্ট কাজ করোক। তাই স্মার্টফোনটি
কিভাবে ফাস্ট করা যায় এ বিষয়ে আজকের উপস্থাপনা।
স্মার্ট ফোন
স্লো হওয়ার কারণ : -
স্মার্টফোনে অতিরিক্ত অ্যাপ, ছবি, গান, ভিডিও ডাউনলোড
করার কারণে অনেক সময়েই মুঠোফোনের মেমারি ভর্তি
হয়ে যায়। যার ফলেই ফোনটি স্লো চলে। কারণ র্যাম যথেষ্ট মেমার স্পেস দিতে পারে না।
মুক্তির উপায়
: -
স্মার্টফোন স্লো হয়ে যাওয়া থেকে মুক্তি পেতে যত দ্রুত
সম্ভব ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ, গান, ছবি, ভিডিও অথবা অন্য কোনও ফাইল ডিলিট করুন।
অ্যান্ড্রয়েড
ফোন ফাস্ট রাখা প্রয়োজন কেন?
স্মার্টফোন স্লো থাকলে অনেক কাজেই প্রচুর সময় নষ্ট হয়।
মুঠোফোন বেশি সময় হাতে রাখলে এর ক্ষতিকর রেডিয়েশন ক্যান্সারের মত মারাত্মক ব্যাধির
সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই স্মার্টফোনটি ফাষ্ট রাখুন এবং দ্রুত কাজ শেষ করুন।
আপনার মোবাইল
ফার্স্ট করতে চান?
আপনার অ্যান্ড্রয়েড মোবাইল কি খুব স্লো?একে ফাস্ট করার
প্রয়োজন অনুভব করছেন? তাহলে আসুন জেনে নি মোবাইল ফাস্ট করার উপায় গুলো।
মোবাইল ফাস্ট
করার উপায় ও অকরণীয় : -
১) সেটিংস চালু করুন : -
সেটিংস চালু
করার জন্য প্রথমে আপনাকে Developer Options এ যেতে হবে।
২) তারপর নিচের
দিকে আসলে দেখতে পাবেন Window animation scale অপশন।
৩) সেখানে ক্লিক
করলে আপনি দেখতে পাবেন Transition animation scale.
৪) transition animation scale অপশনটিতে দেখতে পাবেন নিচের অপশন গুলো লেখা আছে: -
1) Animation off
2) animation scale 0.5x
3) animation scale 1x
4) animation scale 1.5x
5) animation scale 2x
6) animation scale 5x
7)animation scale 10x
৫) যখন
animation scale 10x/5x এক ক্লিক করবেন তখন আপনার মোবাইল স্লো হবে।
৬)আর যখন আপনি animation scale 0.5x এ ক্লিক করবেন, তখন
আপনার মোবাইলটি ফাস্ট হবে।
৭) যদি আপনার
মোবাইলটি আরো ফাস্ট করতে চান তাহলে
animation scale off এ ক্লিক করুন।
এছাড়াও নিন্মুক্ত কাজগুলোর মাধ্যমে মোবাইলকে ফাস্ট করা
সম্ভব -
ক) RAM
Booster apps ব্যবহার করা -
Mobile Ram booster apps মোবাইলের Ram টাকে বুস্ট করে
এবং তাকে ফ্রী করে দেয়। মোবাইলের রেম ফ্রী থাকলে সে এমনিতেই অনেক দ্রুত এবং ফাস্ট কাজ
করবে।
খ) অপ্রয়োজনীয়
apps আনইনস্টল করুন : -
android মোবাইলে
থাকা প্রত্যেকটি app মোবাইলের কিছু সিস্টেম স্টোরেজ, ইন্টারনেট, মেমরি, RAM এবং
background এ প্রসেসর ব্যবহার করতে থাকে। মোবাইলে আজে
বাজে apps ইনস্টল করে তার কর্মক্ষমতা (performance) স্লো করবেননা।
গ) অপ্রয়োজনীয়
apps disable করুন : -
যত বেশি
apps মোবাইলে থাকবে, ততটাই ফোন স্লো কাজ করবে। অনেক রকমের app মোবাইলে অনেক রকমের কাজ background এ
করতে থাকে। apps আপনার মোবিলের RAM memory এবং internal storage এর কিছু অংশ নিয়ে রাখে।এই
জাতীয় apps disable করে দিন।
ঘ) Apps
update করে রাখুন : -
অধিকাংশ মানুষের মোবাইলে apps ইনস্টল থাকে যেগুলি আপডেট (update) করেননা। ফলে, apps গুলি আস্তে আস্তে
স্লো হোতে থাকে। Developers রা প্রায় সময়ে apps গুলির performance এবং
speed ফাস্ট করার জন্য কিছু কিছু আপডেট প্রচার করেন। এ আপডেট ব্যবহার কোরলে app দ্রুত কাজ করবে এবং হ্যাং মারা,
crash হওয়া অথবা এ ধরণের অসুবিধার থেকে আপনি মুক্তি পাবেন।
ঙ) Clear
cache from storage : -
মোবাইলের ইন্টারনাল স্টোরেজে ক্যাশে (cache) একটি ডাটা
(data) জমা হতে থাকে। ফলে, এ মোবাইলের ইন্টারনাল স্টোরেজ কমতে থাকে এবং ফোন স্লো কোরে
ফেলে। এই ক্যাচ ডাটা (cache data) পরিষ্কার
(clear) করে নিজের মোবাইল সাথে সাথে ফাস্ট করে নিতে পারবেন।
জীবনের অন্যতম মূলধন হচ্ছে সময়। "সময়কে ধারণ করতে
না পারলে ফলবান হয় না
কোন বৃক্ষ, সময়কে কে ধারণ করতে না পারলে সফল হয় না কোন জীবন"।
অতএব স্মার্টফোনটি ফাস্ট রাখুন। সময়ের মূল্যায়ন করুন
এবং দ্রুত কাজ শেষ করুন ।
পোস্ট ট্যাগ
-
মোবাইলে ইন্টারনেট স্পীড বেশী করার নিয়ম , ইন্টারনেট
স্পিড বাড়িয়ে নিন , মোবাইল ফাস্ট করার উপায় , ইন্টারনেট স্পিড চেক করুন , ফোন স্লো
হলে করণীয় , নেট স্লো হলে করণীয় , নেট স্পিড অ্যাপস , মোবাইল নেটওয়ার্ক সমস্যার
সমাধান