স্মার্টফোন মানেই মোবাইল ডেটা। জরুরী প্রয়োজনের সময়
মোবাইলে ডেটা থাকে না। আবার নতুন ডেটা কিনলেও শেষ হয়ে যায় দ্রুত।যাদের বাড়িতে ওয়াই
ফাই নেই শুধু মোবাইল ডেটা যাদের ভরসা, তাদের কাছে ডেটা শেষ হয়ে যাওয়া একটি বড় সমস্যা। এমন সমস্যায় অনেকেই পড়েন।এ সমস্যার
সমাধানে মোবাইলে ডাটা সেভ করার গোপন কৌশল জেনে
নিন !
মোবাইলে ডাটা
সেভের প্রয়োজনীতা: -
স্মার্টফোন ছাড়া এখন অনেকেরই একটা দিনও চলেনা। হাতে
মোবাইল থাকলে সারাদিন মনোরঞ্জনের অভাব নেই। তবে ডেটা অনেক সময় সঙ্গ দেয় না। প্রয়োজেনর
সময় ডেটা ফুরিয়ে যায়।
এখন প্রশ্ন হচ্ছে, কীভাবে সারাদিনের ডেটা বাঁচিয়ে রাখা
যায়? কী করলে সারাদিন ডেটা চলবে এবং প্রয়োজনীয়
কাজও হবে?
মোবাইলে ডেটা
সেভের গোপন কৌশল : -
কিছু গোপন কৌশল
অবলম্বন করলেই আপনি বিনা চিন্তায় সারা দিন ডেটা চালাতে পারবেন। বারবার ডেটা রিচার্জ
করার ঝামেলায় পড়তে হবে না। সমস্ত কাজ হয়ে
যাবে সহজে।
করণীয়: -
১) মোবাইলের সেটিংস থেকে অটো প্লে বন্ধ রাখুন।
২) বেশি ডেটা
খরচ করে এমন অ্যাপের ব্যবহার কমিয়ে দিন।
৩) সোশ্যাল মিডিয়া
প্ল্যাটফর্মে বেশি ডেটা খরচ কারী ভিডিও দেখা কমিয়ে দিন।
৪) বেশি বিজ্ঞাপন
দেখায় এমন অ্যাপ থেকে দূরে থাকুন।
৫) ডেটা সীমা সেট করা দারুণ একটি কৌশল।
ডেটা সীমা সেট
পদ্ধতি : -
ক) ডেটা ব্যবহার বিকল্পে গিয়ে ক্লিক করতে হবে।
খ)
Information Cutoff এবং Charging Cycle এ ক্লিক করতে হবে।
গ) এখানে ডেটা সেট করুন।
৬) রোজ ১ জিবি
ডেটা ব্যবহার সেট করে ইন্টারনেট চালান।১ জিবি ব্যবহার করে বন্ধ করে দিন।
৭) ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপ বন্ধ রাখুন।
৮) সেটিংসে গিয়ে শুধুমাত্র ওয়াই ফাই এর মাধ্যমে অটো
আপডেট অপশনটি নির্বাচন করতে হবে। এতে ফোনের অ্যাপগুলি
শুধুমাত্র ওয়াই ফাই-এ আপডেট হবে। মোবাইল ডেটা খরচ হবে না।
৯) মোবাইল ডেটা
সেভার মোডে রাখুন। এতে ডেটা খরচ অনেকটাই কমতে
পারে।
১০) ম্যানুয়ালি আপনার মোবাইল ডাটা Cap করুন।
১১) অ্যাপ গুলোকে Automatically Syncing করা বন্ধ করুন।
১২) নিশ্চিত করুন যে, আপনার ফোনের ক্লাউড অ্যাপ গুলো
শুধুমাত্র Wi-Fi Syncing ব্যবহার করছে।
১৩) আপনার ফোনে Music বা Audio সমূহ সেভ করে রাখুন।
১৪) ডেটা ব্যবহার হ্রাস করতে HD video streaming বন্ধ
করুন।
১৫) আপনার মোবাইল ইন্টারনেট সেটিংস 3G-তে নামিয়ে আনুন।
১৬) ডেটা কম্প্রেসিং অ্যাপ ব্যবহার করুন।
১৭) ডেটার ব্যবহার কমাতে Dual sim phone ব্যবহার করুন।
উপসংহার : -
মোবাইলে ইন্টারনেট ব্যবহারের প্রধান সমস্যা হলো, ডেটার
অতিরিক্ত ব্যবহার। Mobile Data বাঁচানোর জন্য উপরোক্ত পদক্ষেপ গ্রহন করলে অনেক অর্থ সাশ্রয় করা সম্ভব।আমরা
মোবাইলের সেটিংস ব্যবহার করে ডাটার অতিরিক্ত
খরচ কমাতে পারি।
পোস্ট ট্যাগ
-
কিভাবে ডাটা সেভ করা যায় , ওয়াইফাই থেকে এমবি ডাউনলোড
app , ডাটা সেভার মোড , Data saver এর কাজ কি , অতিরিক্ত এমবি কাটা বন্ধ করুন , ওয়াইফাই
থেকে এমবি ডাউনলোড app , মোবাইল ডাটা সেটিং , কিভাবে ডাটা সেভ করা যায় , এমবি বেশি
কাটে কেন