সচ্ছল জীবন প্রতিটি
মানুষেরই কাম্য। পানি ছাড়া যেমন নৌকা চলে না, তেমনি অর্থ ছাড়াও জীবন চলে না। অর্থ
উপার্জনের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা,সততা ও সঠিক পথে পরিশ্রম। পরিশ্রম ছাড়া শর্টকাটে
যারা ধনী হতে চায় তার অধিকাংশই ধোকায় পড়ে সর্বস্ব হারায়।
পরিশ্রম সফলতার
চাবিকাঠি : -
আমরা সকালেই জানি,-
"পরিশ্রমে ধন আনে,
পুণ্যে আনে সুখ।
আলোসে দারিদ্র আনে,
পাপে আনে দুঃখ"।
ঘরে বসে সহজে ইনকাম করার প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাবেন
আজকের পোস্টে।
যারা বাড়িতে বসে পরিশ্রম করে সহজে টাকা আয় করতে চান, তাদের জন্য সুখবর নিয়ে এলো গুগল।
সম্প্রতি নতুন টাস্ক মেট অ্যাপের পরীক্ষা শুরু করেছে গুগল। এতে টাকা যাবে সোজা ব্যাংক অ্যাকাউন্টে। সহজ কিছু টাস্ক
করেই পেয়ে যাবেন রিওয়ার্ড।
এ অ্যাপ ভারতে বর্তমানে কোন ধাপে রয়েছে এবং আপনি কী ভাবে
তা ব্যবহার করবেন নিম্নে তা পেশ করা হলো : -
Google Task
Mate : -
একটি নতুন অ্যাপের
কাজ শুরু করেছে গুগল, এ অ্যাপের নাম Google Task Mate. এতে সহজ কিছু টাস্ক করেই টাকা উপার্জন করা যাবে।এবং সে টাকা সোজা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার
করে দেবে গুগল। বর্তমানে বিটা ভার্সনে রয়েছে টাস্ক মেট অ্যাপ্লিকেশন।
গুগল থেকে ইনকামের
উপায় গুলো কি কি?
বাড়িতে বসে অর্থ উপার্জন করার অনেক সুযোগই রেখেছে গুগল,যেমন:
-
১) গুগল পে,
২) গুগল সার্ভে
৩) ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব
৪) গুগল টাস্ক মেট,
সে তালিকায় নতুন যোগ হতে চলেছে।
গুগল টাস্ক মেট থেকে কিভাবে আয় করবেন?
এই অ্যাপ টি অনেকটাই গুগল ওপিনিয়ন অ্যাপের মতো। এতে আপনি
বিভিন্ন সার্ভে-তে অংশগ্রহণ করে টাকা উপার্জন করতে পারবেন। এ অ্যাপটি প্লে-স্টোর
থেকে ইনস্টল করে নিতে হবে ।
১) বিভিন্ন দর্শনীয়
স্থান,
২)হোটেল /রেস্তোরাঁত
৩) বিভিন্ন প্রতিষ্ঠানে
গিয়ে সেই অভিজ্ঞতা শেয়ার করে টাকা আয় করা যায়
এ অ্যাপের মাধ্যমে।
গুগল টাস্ক মেট
অ্যাপ কী?
টাস্ক মেট হচ্ছে
একটি অ্যাপ। যার মাধ্যমে
১) দোকানের সামনে যে লেখা থাকে তার ছবি,
২) কোনও কিছুর ট্রান্সলেসন,
৩) দোকানের তথ্য,
৪) কোনও লাইনের ক্লিপ রেকর্ড ইত্যাদি টাস্ক করে এখান
থেকে টাকা আয় করতে পারবেন। তবে এই টাস্কগুলো
কী ভাবে পাওয়া যাবে অথবা কী কী শর্ত মেনে চলতে হবে তা এখনও গুগল খোলসা করেনি।
ওয়ালেট তৈরি
করা: -
টাস্ক করে যে টাকা উপার্জন হবে তা ঢুকবে ইউজারের ওয়ালেটে।
সে জন্য আপনাকে গুগল টাস্ক মেট অ্যাপে একটি ওয়ালেট তৈরি করতে হবে।
গুগল টাস্ক মেট অ্যাপের অফিসিয়াল রোল আউট শুরু হলে বিষয়টি
সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
টাস্ক মেট অ্যাপ ইনস্টল: -
শুধু বিটা ভার্সনে
এখনই গুগল টাস্ক মেট অ্যাপ ডাউনলোড ইনস্টল
করতে পারবেন।ইউজারদের জন্য এই বিটা ভার্সনের ইনভাইট করা হচ্ছে। এই অ্যাপ লাইভ হবে বা সবার জন্য চালু হবে কবে থেকে?,
গুগল এখনও তা জানায়নি।
আয়ের বড় সুযোগ
: -
অনলাইন থেকে আয়ের ক্ষেত্রে 'টাস্ক মেট অ্যাপ' একটি বড়
সুযোগ হতে চলেছে নিশ্চয়ই। বিপুল ইউজারের কথা মাথায় রেখেই এতে আকর্ষণীয় রিওয়ার্ড রাখতে
পারে সার্চ ইঞ্জিন। গুগল থেকে যারা অর্থ উপার্জনের
কথা ভাবছেন তারা এই অ্যাপটি বিবেচনা রাখতে পারেন।
টাস্ক মেট অ্যাপ থেকে উপার্জিত টাকা সরাসরি ব্যাংকে পাঠাতে
পারবেন এবং দিতে হবে না কোনও সার্ভে।
অর্থ উপার্জনের বিষয়ে হালাল হারামের সীমা রেখা মেনে ইনকাম
করতে হবে।হারাম ইনকাম এড়িয়ে চললে হালাল অল্প
আয়েও অনেক বরকত পাওয়া যায়।
পোস্ট ট্যাগ
-
ঘরে বসে আয় করুন ১৫০০০-২০০০০ টাকা প্রতি মাসে , ঘরে
বসে মোবাইলে আয় , মেয়েদের ঘরে বসে আয় করার উপায় , মাসে ৫০ হাজার টাকা আয় করার
উপায় , ঘরে বসে কিভাবে আয় করা যায় , ফ্রি টাকা ইনকাম , নারীদের ঘরে বসে কাজ , টাকা
আয় করার apps