বর্তমানে প্রায় সবার হাতেই মোবাইল রয়েছে। মোবাইল হারিয়ে
যাওয়ার আশঙ্কা বা চিন্তা সবাকেই টেনশনে রাখে।
মোবাইল চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে কিভাবে উদ্ধার করা যায় এ বিষয়ে নিম্নে আলোকপাত
করা হলো :-
ডিভাইস ম্যানেজার (Android Device Manager settings) : -
হারিয়ে যাওয়া মোবাইল খুজে বের করতে পারবেন Android
Device Manager settings এর মাধ্যমে।
করণীয় : -
হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে বের করতে ধাপ সমূহ অনুসরণ
করুন : -
১) যেতে হবে মোবাইলের
settings এ।
২) তারপর ক্লিক করুন lock screen and security
৩) এরপর ক্লিক
করুন Android security অপশনে।
৪) device administers এ ক্লিক করতে হবে।
৫) তাহলে আপনি দেখতে পাবেন Android device manager অপশন।
৬) অপশনটি আপনাকে চালু করতে হবে। অপশনটি চালু করার পর যদি কোনদিন
আপনার মোবাইল টি হারিয়ে
যায় তাহলে আপনাকে -
৭)
Google এ দিয়ে সার্চ করতে হবে
Android device manager.
৮) তারপর প্রথমেনযে অপশনটি আসবে সেটাতে ক্লিক করতে হবে।
৯) তারপর একটি
লগইন অপশন আসবে।
১০) এরপর আপনার play store এ যে Gmail অ্যাকাউন্ট আছে
সেটা দিয়ে লগইন
করতে হবে।
১১) লগইন করার পর screen এ একটি ম্যাপ ও চিত্রাকারে একটি অপশন আসবে।
১২) ম্যাপ এর মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া মোবাইলের
location জানতে পারবেন।
১৩) আর
screen এর চিত্রে তিনটি অপশন রয়েছে।
অপশন তিনটি যথাক্রমে
: -
1) Ring
2) Lock
3) Erase
1) Ring -
হারিয়ে যাওয়া মোবাইল যেখানে থাকুক না কেন Ring অপশনে
ক্লিক করলেই মোবাইল এ ring বেজে উঠবে। মোবাইল silent ও vibration থাকলেও ring বাজবে।
2) Lock -
lock অপশনের মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটি
lock করতে পারবেন।
3) Erase -
চাইলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল থেকে সব তথ্য ডিলেট/মুছে ফেলতে পারবেন Erase অপশনের মাধ্যমে।
পরামর্শ : -
বিপদ বা দূর্ঘটনা কখনো বলে কয়ে আসেনা। তাই একজন সচেতন
ব্যক্তি হিসেবে আপনার মোবাইলে Android
device manager অপশনটি চালু করে রাখুন যাতে কখনো চুরি/ হারিয়ে যাওয়া মোবাইলটি সহজেই
ফিরে পেতে পারেন।
পোস্ট ট্যাগ
-
হারানো মোবাইল বন্ধ করার উপায় , হারানো মোবাইল ট্র্যাক
, মোবাইল চুরি হলে খুঁজে পাওয়ার উপায় , Imei দিয়ে হারানো মোবাইল , মোবাইল চুরি হলে
করনীয় , ফোন ট্রাক করে ফোন পাওয়ার উপায় , IMEI নাম্বার দিয়ে মোবাইল লোকেশন , মোবাইল
চোরকে ধরার উপায়