মোবাইলের প্রতি মানুষের আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে।বর্তমানে
মোবাইল ফোন ছাড়া মনে হয় জীবনটাই থমকে গিয়েছে। মোবাইল ফোন দিয়ে কথা বলা বা ব্যবহার
করা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ
হতে পারে। বিভিন্ন গবেষনার তথ্য মতে, মোবাইল রেডিয়েশন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
বলে প্রমাণিত হয়েছে।
মোবাইলের রেডিয়েশন
কি?
মোবাইল ফোন থেকে নির্গত রেডিয়েশন হলো এক ধরনের বিকিরণ
যা মাইক্রোওয়েভ রেডিয়েশন নামেও পরিচিত। মাইক্রোওয়েভ রেডিয়েশন হলো এক ধরনের ইলেক্ট্রোম্যাগনেটিক
রেডিয়েশন যা আলোর মতোই, কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্য আরও দীর্ঘ হয়।
মোবাইল রেডিয়েশনের
কি ক্ষতি?
মোবাইলের Electromagnetic Radiation হতে মানব দেহের অবর্ণনীয়
ক্ষতি হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ক্যান্সার রিসার্চ
সংস্থা সমূহের তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিয়েশন গবেষণায় উঠে এসেছে, অতিরিক্ত মোবাইল
ফোন ব্যবহারের কারণে : -
১) ক্যান্সার,
২) মাথাব্যথা,
৩) গর্ভপাত,
৪) ব্রেন টিউমার,
৫) মোবাইল হারানোর ভীতি,
৬) নোমোফোবিয়া,
৭) ধৈর্য কমে যাওয়া,
৮) খিটখিটে মেজাজ ইত্যাদি নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে।
রেডিয়েশন সমস্যা
সমাধানের উপায় কি?
সমস্যা সত্বেও মোবাইল ব্যবহার কমানো যাচ্ছে না। বরং এর
প্রতি মানুষের আকর্ষণ ক্রমেই বেড়ে চলেছে।মোবাইল
রেডিয়েশনকে হালকাভাবে না নিয়ে এর সমাধানে এখনই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
মোবাইল ফোন কিভাবে
কাজ করে?
তারবিহীন যোগাযোগের
জন্য মোবাইল ফোন মাইক্রোওয়েভ রেডিয়েশন ব্যবহার করে।রেডিও তরঙ্গের মাধ্যমে ট্রান্সমিটার এবং রিসিভার ব্যবহার করে উচ্চ ফ্রিকোয়েন্সিতে
তরঙ্গগুলি প্রেরণ করে এবং গ্রহণ করে থাকে।
রেডিও তরঙ্গ রেডিয়েশন বিস্তারে অনেক বড় ভূমিকা পালন
করে। মোবাইল ফোন ব্যবহারের কারণে সবাই কে প্রতিনিয়ত
রেডিয়েশনের স্পর্শে থাকতে হচ্ছে। যা নিজের অজান্তেই ক্যান্সার রোগীর সম্ভাবনা বৃদ্ধি করছে।
SAR Value এবং SRV value কি?
SAR Value এবং SRV value এর পূর্ণরূপ হচ্ছে Specific
Abstenion Rate এটি হচ্ছে মানব শরীরের তেজস্ক্রিয় বিকরণ ধারণ ক্ষমতা। রেডিয়েশন পরিমাপ করার জন্য মোবাইলের SAR Value চেক করলেই পাওয়া যাবে।
মানবনদেহে রেডিয়েশন
ধারণ ক্ষমতা কত?
গবেষকেদের তথ্য মতে মানুষের শরীরের প্রতি গ্রাম অংশে
এই রেডিয়েশন ধারণের ক্ষমতা হচ্ছে 2.0 w/kg। USA এবং INDIA তে এর মাত্রা হয়েছে
1.6w/kg আর ইউরোপে হয়েছে 2.0w/kg।
মোবাইল ফোনের
SRV value কিভাবে পরিমাপ করবেন?
আপনার মোবাইল ফোনেরন SRV value কতটা জানার জন্য এই নাম্বারটি
আপনার মোবাইল ফোন থেকে *#07# ডায়াল করে জেনে নিন। ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনি আপনার
মোবাইল ফোনের SRV value পেয়ে যাবেন।
মোবাইল রেডিয়েশন থেকে মানব দেহকে রক্ষা করা জরুরী হয়ে
পড়েছে। তাই মোবাইল ফোনের অতিরিক্ত রেডিয়েশন
থেকে বাঁচতে হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
পোস্ট ট্যাগ
-
মোবাইল রেডিয়েশন থেকে বাঁচার উপায় , দিনে কত ঘন্টা
মোবাইল চালানো উচিত , রেডিয়েশনের ক্ষতিকর দিক , অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর
দিক , ছাত্র জীবনে মোবাইল ফোনের অপকারিতা , মোবাইল টাওয়ার কি ক্ষতিকর , মোবাইল ফোন
ব্যবহারের ক্ষতিকর দিকগুলো , মোবাইল প্রযুক্তি এবং পরিবেশের উপর এর প্রভাব