বিদেশে উচ্চশিক্ষার তথ্য
ও করণীয় (পর্ব : - ৩) ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন। নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে যারা পড়তে চান তাদের জন্য তথ্য
পাওয়া যাবে আজকের পোস্টে।
"টঙ্গারওয়া স্কলারশিপ"এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের
স্কলারশিপ প্রদান করবে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন।
নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার জন্য প্রচুর বৃত্তির সুবিধা রয়েছে। স্বল্প
খরচে মানসম্মত শিক্ষা গ্রহণ করতে প্রতিবছর বিভিন্ন দেশ থেকে আগ্রহী অনেক শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে পাড়ি জমাচ্ছেন। আন্তর্জাতিক
শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ প্রদান করে
নিউজিল্যান্ডের "ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন"। ‘টঙ্গারওয়া স্কলারশিপ’
এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে।বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন
দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার সময় :-
বছরে তিনবার আবেদন করা যায়।
১) ১ জুন
২) ১ সেপ্টেম্বর
৩) ৩০ নভেম্বর পর্যন্ত।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
কাল : -
ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন ১৮৯৭ সালে নিউজিল্যান্ডের
রাজধানী ওয়েলিংটনে প্রতিষ্ঠিত হয়। এটি সেই
দেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি ১২৫ বছরের ঐতিহ্যবাহী একটি ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের খ্যাতি
: -
রিসার্চের জন্য ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের যথেষ্ট খ্যাতি
রয়েছে।
১) আইন
২) ইতিহাস
৩) রাষ্ট্রবিজ্ঞান
এ সাবজেক্ট গুলোর জন্য এ ইউনিভার্সিটির বিশ্বজোড়া খ্যাতি রয়েছে।
রিসার্চের জন্য ১২৫ বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়ের মোট ৩টি ক্যাম্পাস রয়েছে।
সুযোগ-সুবিধাঃ
১) স্নাতকের জন্য =১০০০০/-
নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে।
২) মাস্টার্সের জন্য =৫০০০/- নিউজিল্যান্ড ডলার দেওয়া হবে।
৩) বিশ্বের যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
৪) টিউশন ফি মওকুফ করার
সুযোগ রয়েছে।
৫) আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।
৬) আবেদনকারীদের পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে।
ইউনিভার্সিটির ফ্যাকাল্টি
সমূহ : -
১) ফ্যাকাল্টি অব এডুকেশন
২) ফ্যাকাল্টি অব হেলথ
৩) ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং
৪) ফ্যাকাল্টি অব সায়েন্স
৫) ফ্যাকাল্টি অব গ্র্যাজুয়েট রিসার্চ
৬) ফ্যাকাল্টি অব ল
৭) ফ্যাকাল্টি অব বিজনেস
৮) ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স
৯) ফ্যাকাল্টি অব আর্কিটেকচা
আবেদনের যোগ্যতা : -
ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটনের "টঙ্গারওয়া স্কলারশিপ"এর আওতায় নির্বাচিত হতে হলে আবেদনকারীর যে সকল যোগ্যতা থাকতে হবে : -
১) আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক মানের শিক্ষার্থী হতে হবে।
২) আবেদনকারী কে একাডেমিকে
ভালো রেজাল্ট ধারী হতে হবে।
৩)আবেদনকারী কে ইংরেজি ভাষার দক্ষতা কোর্স সম্পন্ন কারী হতে হবে।
৪) বৃত্তির জন্য আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যেকোন প্রোগ্রামে
ভর্তি নিতে হবে।
৫) নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা
এ বৃত্তির জন্য যোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া :
১) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
২) আবেদনের শেষ তারিখে
বিকেল ৪.৩০ টার মধ্যে জমা দিতে হবে।
৩) দেরীতে বা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না. ৪) প্রয়োজনীয়
ডকুমেন্টেশন (রেফারেন্স সহ) আবেদনটি সাথে সংযুক্ত করুন।
৫) ৩০ নভেম্বর ২০২৩ এর মধ্যে ২০২৪ সালের ত্রৈমাসিকের জন্য অনলাইনে
আবেদন করুন।
৬) আপনি কেন ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনে অধ্যয়ন করতে
চান তার রূপরেখা ৫০০ শব্দের ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে।
নির্বাচন প্রক্রিয়া :
-
ওয়েলিংটন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল কর্মীদের দ্বারা গঠিত একটি
প্যানেল দ্বারা নির্বাচন করা হবে।
আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন : - www.wgtn.ac.nz/scholarships/current/tongarewa-scholarship
পোস্ট ট্যাগ -
Hsc এর পর বিদেশে পড়াশোনা, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে
উচ্চশিক্ষা, কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা,
বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা তথ্য, বিদেশে পড়াশোনার খরচ, বিদেশে পড়াশোনার যোগ্যতা, সরকারি
চাকরিজীবীদের বিদেশে উচ্চশিক্ষা