Notification texts go here Contact Us Download Now!

রোবট কি? ও এর কাজ কি?

রোবট এর কাজ কি, রোবট এর সুবিধা ও অসুবিধা, রোবট এর উপকারিতা, রোবট ও মানুষের মধ্যে পার্থক্য, রোবটিক্স এর ব্যবহার গুলো কি কি, রোবট দিয়ে কি কি সমস্যা সমা
Informative Desk
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
রোবট কি? ও এর কাজ কি?
রোবট কি ও এর ব্যবহার -
তথ্যপ্রযুক্তির এই উৎকর্ষতার যুগে রোবটের নাম কম-বেশি সকলেই শুনেছে।। রোবট হচ্ছে মানুষ দ্বারা নিয়ন্ত্রিত এক ধরনের মেশিন। রোবটের মাধ্যমে মানব  জীবনের প্রয়োজনীয় সকল কাজই অত্যন্ত নিখুঁতভাবে দ্রুততার সাথে  করা সম্ভব।রোবট সম্পর্কিত প্রয়োজনীয় ও বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে আমরা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের এই আর্টিকেলটি পড়লে রোবট সম্পর্কে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন।


রোবট কি? - what is Robot?
রোবট শব্দটি  চেক "Robotnick"শব্দ গৃহীত, যার অর্থ "জোর করে কর্মী।"এটি  Robota শব্দ  থেকে এসেছে  অর্থাৎ "জোরপূর্বক শ্রম বা বাধ্যতামূলক পরি সেবা।"

রোবট হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার এক ধরনের মেশিন বা যন্ত্র যা কম্পিউটারের দেওয়া প্রোগ্রাম বা নির্দেশের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয় ভাবে প্রয়োজনীয় কাজ সম্পাদন করে।

রোব যেকোনো ধরনের জটিল কাজ খুব সহজে মানুষের হস্তক্ষেপ ছাড়া নির্ভুলতার সাথে করতে পারে। রোবট মানুষের দৈনন্দিন জীবনের কার্যাবলী কে অনেক সহজতর করে দিয়েছে।

এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার প্রযুক্তি ডিভাইস, যা মানুষের মতো চিন্তা করতে এবং কার্য পরিচালনায় সাহায্য করে।

রোবট শব্দটির উৎপত্তি -
রোবট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন জোসেফ অ্যাপেক নামক একজন চেক লেখক।তিনি বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তি  নাটক  R.U.R. এ ব্যবহার করেছিলেন । পরবর্তীকালে  লেখাটি ইংরেজিতে অনুবাদ করে Rossum’s Universal Robots’ এ শিরোনাম প্রকাশ করা হয় ।


রোবট কিভাবে কাজ করে -
রোবটে অনেক মেশিন বা পার্টস লাগানো থাকে । এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫ টি পার্টস এর সাহায্যে রোবট অধিকাংশ  কাজ করে থাকে।  নিম্নবর্ণনা পেশ  করা হলো।: -

1) sensor system : -
একটি   যন্ত্রে সেন্সর সিস্টেম ইনস্টল করে তাকে যে নির্দেশ দেওয়া হয়  তার সামনে কি টাস্ক আসতে পারে সেটি সেন্সর করে।

2) Structure body : -
প্রথমে তার স্ট্রাকচার বা শারীরিক গঠন সম্পন্ন তৈরি করে সেখানে আলাদা আলাদা মেশিন লাগিয়ে কাজ করা হয়।

3) Power sources : -
মানুষের কাজে যেমন এনার্জির প্রয়োজন হয়, ঠিক তেমনি রোবটেরও কাজ করার জন্য পাওয়ার সোর্সের প্রয়োজন হয়। এ জন্যে রোবটে পাওয়ার রিসোর্স ইনস্টল করা হয়।

4) Muscle system : -
ত্রুটিমুক্ত সঠিক কাজ  করার জন্য রোবটে Muscle system সেটিং করা হয়।

5) Brain system : -
মানুষ কাজ করার জন্য যেমন ব্রেনের প্রয়োজন হয়। ব্রেইন স্যাগনাল দিলে মানুষ যেমন  কাজ করতে পারে, ঠিক তেমনি রোবটেরও কাজ করতে ব্রেইনের প্রয়োজন হয়।  এ ব্রেইনে প্রোগ্রামিং করা থাকে।  প্রোগ্রামিং এর নির্দেশে মত ব্রেইন তার কার্য  সম্পাদন করে। এ পাঁচটি কম্পনেন্টের মাধ্যমেই মূলত রোবট কাজ করে থাকে।

রোবট কত প্রকার? - Types of robot 
কাজের ভিত্তিতে রোবট বিভিন্ন প্রকারের হয় থাকে। নিন্মে কিছু রোবটের প্রকার ভেদ নিয়ে  বিস্তারিত আলোচনা পেশ করা  হলো।

  1.  Mobile robots
  2.  Industrial robots
  3.  Autonomous robots
  4.  Military robot
  5.  Medical robot
  6.  Space robot
1) Mobile robots : -
মোবাইল রোবট হলো সাধারণত সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত একটি রোবট। এটিতে এক ধরনের মেশিন- সেন্সর ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের চারপাশের সব কিছু শনাক্ত করতে সহায়ক। বিভিন্ন ব্যবসায়িক খাতে মোবাইল রোবট অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

2) Industrial robots : -
Industrial বা শিল্প রোবট গুলো নড়াচড়া করে না। এক জায়গায় স্থির থেকে একই রকম কাজ করতে সক্ষম। এ রোবটগুলো সাধারণত শিল্প খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি, উচ্চ মানের পণ্য উৎপাদন ও খরচ কমানোর কাজে ব্যবহৃত হয় হয় ।

3) Autonomous robots : -
Automation robot  মানে স্বায়ত্তশাসিত robot হলো এমন ধরনের রোবট যা পরিবেশের সঙ্গে মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে। এ রোবট গুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম । এ robot গুলো পরিবেশের অবস্থা বুঝে প্রয়োজন মত সিদ্ধান্ত নিতে পারে।

4) Military robot : -
মিলিটারি রোবট হচ্ছে রিমোট নিয়ন্ত্রিত এক প্রকারের  ডিভাইস। দেশের সামরিক বিভাগে এ ধরনের রোবট ব্যবহার করা হয়। যেমন নিরাপত্তা, নজরদারি, আকাশ থেকে ছবি তুলতে ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন ইত্যাদি। যুদ্ধের কাজেও এ ধরনের রোবট ব্যবহার করা হয়।

5)  Medical robot : -
মেডিক্যাল robot সাধারণত চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। সার্জেন ডাক্তাররা এ রোবট  মাধ্যমে দক্ষতার সাথে নিখুঁতভাবে রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করে।

6) Space robot : -
এস্পেস রোবট হলো এমন এক ধরনের রোবট, যা মহাকাশ সম্পর্কিত বিভিন্ন তথ্য অনুসন্ধান, বিভিন্ন প্রকার  বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং মহাকাশের অন্যান্য কার্যকলাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে।

রোবটের কাজ কি? ও ব্যবহারে কি সুবিধা?
আধুনিক তথ্যপ্রযুক্তির এ যুগে মানুষ রোবট ব্যবহার করে সহজেই তাদের কাজগুলো নিখুঁতভাবে  সম্পাদন করছে। রোবট মানুষের কঠিন কঠিন কাজ গুলো সহজ করে দিয়েছে।

নিম্নে রোবটের কাজ ও এর ব্যবহারের সুবিধা গুলোর বিশদ বর্ণনা দেয়া হলো : -

* রোবট শিল্প ইন্ডাস্ট্রিতে পণ্যের উৎপাদনশীলতা ও কোয়ালিটি বাড়াতে সাহায্য করে।

* রোবট  একটি মেশিন বা যন্ত্র, নীরবিচ্ছিন্ন  ভাবে কাজ করতে তার কোন বিরক্তি বা ক্লান্তি আসে না।  তাই বিভিন্ন শিল্প ইন্ডাস্ট্রিতে রোবট ব্যবহার করা হয়। ফলশ্রুতিতে  তুলনামূলকভাবে উৎপাদন  খরচ কমে যায়।

* রোবটের  মাধ্যমে কাজ করালে ভুলের   সম্ভাবনা কম থাকে।

* রোবট এমন  সব পরিস্থিতিতেও কাজ করতে পারে যা মানুষের পক্ষে অসম্ভব। অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ।  উদাহরণ স্বরূপ বলা যায়  পারমানবিক বা রাসায়নিক শিল্পে কাজ করা।

* রোবট বর্তমানে বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে খাবার পরিবেশন সহ অন্যান্য কাজে ব্যবহার করা হয়।

রোবট ব্যবহারে অসুবিধা সমূহ: -
রোবট ব্যবহারে সুবিধার পাশা-পাশি কিছু অসুবিধাও রয়েছে। অসুবিধা গুলো নিম্নে আলোচনা করা হলো।

 মানুষের পরিবর্তে সব জায়গাতে  রোবট ব্যবহার করলে মানুষ কর্মক্ষম হয়ে পড়বে এবং  অর্থনৈতিকভাবে  ক্ষতিগ্রস্ত হবে।

• রোবট তাদের ইচ্ছা মত কাজ করতে পারে না। এ গুলোকে যা নির্দেশ দেওয়া হয় সে অনুযায়ী  তারা কাজ করে। রোবট শক্তিশালী হলেও তাদের  নিজস্ব কোন মস্তিষ্ক নেই। রোবট মানুষ থেকে ও কম দক্ষ। 

• রোবট খুব ব্যয়বহুল হয়। দাম বেশি হওয়াতে সবার পক্ষে  ব্যবহার করা সম্ভব হয় না। রোবট মানব সভ্যতায় আশীর্বাদ হয়ে আসলেও এর ব্যবহারে সুবিধা অসুবিধা উভয়ই রয়েছে

উপসংহার :-
আধুনিক যুগে,বহুবিধ কাজে রোবটের ব্যবহার চালু হয়েছে। মানব সভ্যতাকে রক্ষা করার জন্য রোবট এবং মানুষের মাঝে ব্যালেন্স রক্ষা করা অপরিহার্য হয়ে পড়েছে। মানুষ ও রোবটের সমন্বয়ে সঠিকভাবে সকল কাজ বাস্তবায়ন করতে পারলে অদূর ভবিষ্যতে আমরা একটি  সুন্দর পৃথিবী গড়তে পারব ইনশাআল্লাহ।


পোস্ট ট্যাগ -
রোবট এর কাজ কি, রোবট এর সুবিধা ও অসুবিধা, রোবট এর উপকারিতা, রোবট ও মানুষের মধ্যে পার্থক্য, রোবটিক্স এর ব্যবহার গুলো কি কি, রোবট দিয়ে কি কি সমস্যা সমাধান করা যায়, রোবট কে আবিষ্কার করেন, রোবট কিভাবে কাজ করে

Post a Comment

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.