ভিনিয়ার কানাডা গ্রাজুয়েট
স্কলারশিপ : -
ভিনিয়ার কানাডা গুরেজুয়েট স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের
এ স্কলারশিপ প্রদান করা হয়। বাংলাদেশ সহ অন্যান্য দেশের যোগ্য শিক্ষার্থীরা আবেদন
করতে পারবেন।
"ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ"
কানাডায় উচ্চশিক্ষা গ্রহনে আগ্রহী শিক্ষার্থীদের কাছে সর্বাধিক
জনপ্রিয় বৃত্তি। কানাডার শিক্ষার মান, স্কলারশিপ প্রাপ্তি, বার্ষিক টিউশন ফি, আবাসন
সুবিধা, শিক্ষার্থীদের আয়ের পথ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বিবেচনায়
বাংলাদেশী শিক্ষার্থীদের কানাডায় শিক্ষা গ্রহণে
আগ্রহী করে তুলছে। বর্তমানে কানাডা সরকার উচ্চশিক্ষার
ক্ষেত্রে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ করে দিয়েছে।
সুবিধা সমূহ : -
১) পিএইচডি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ
দিতেই কানাডার সরকার,"ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ" বৃত্তি দিয়ে থাকে।
২) প্রতি বছর ১৬৭টি বৃত্তি দেওয়া হয়।
৩) সাধারণত পিএইচডি গবেষণার জন্য এই বৃত্তি দেয়া হয়।
৪) ৩ বছর মেয়াদের জন্য এ বৃত্তি দেয়া হয়।
৫) প্রত্যেক শিক্ষার্থীকে বছরে =৫০,০০০/- (ক্যানাডিয়ান)ডলার প্রদান করা হয়
(প্রায় =৫৪ ০০০০০/- BDT)
স্কলারশিপ এর নাম : -
ভেনিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ (Vanier Canada Graduate
Scholarships)
গবেষণার ক্ষেত্র সমূহ
:-
স্কলারশিপের আওতায় পিএইচডি প্রোগ্রাম করানো হয়।
১) হেলথ রিসার্চ,
২) ন্যাচারাল সাইন্স রিসার্চ,
৩) ইঞ্জিনিয়ারিং সাইন্স রিসার্চ,
৪) সোশ্যাল সাইন্স রিসার্চ
ও
৫) হিউমানিটি রিসার্চ করা যাবে এই প্রোগ্রামে।
বিদেশে উচ্চ শিক্ষার তথ্য ও করণীয়
আবেদনের যোগ্যতা সমূহ
: -
প্রথমে কেনেডিয়ান কোন একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে
ভর্তি হতে হবে।
স্কলারশিপের জন্য থাকতে হবে নিম্নোক্ত যোগ্যতাঃ
১) একাডেমিক এক্সিলেন্স (৮০% মার্কস) থাকতে হবে।
২) রিসার্চ এবিলিটি (জার্নাল পাবলিকেশন) থাকতে হবে।
৩) ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (স্কোর ৭.৫) থাকতে হবে।
৪) কমিউনিকেশন ও লিডারশিপ দক্ষতা থাকতে হবে।
আবেদনের সময়সীমা : -
আবেদনের শেষ তারিখ ১নভেম্বর
২০২৩
সাধারণত আবেদনের সময় প্রতি বছর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত।
তবে হালনাগাদ ডেডলাইন জানতে চোখ রাখুন - অফিসিয়াল ওয়েবসাইট এ-
https://vanier.gc.ca/en/home-accueil.html
আবেদনের প্রক্রিয়া : -
প্রার্থী কানাডিয়ান যে ইন্সটিটিউশনে পড়তে চান, তাদের মাধ্যমে অবশ্যই
মনোনীত হতে হবে। প্রথমে কানাডিয়ান যে কোন একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে
এডমিশন নিতে হবে ।
কানাডার বিখ্যাত কিছু বিশ্ববিদ্যালয়
উল্লেখ করা হলো: -
টরন্টো বিশ্ববিদ্যালয়,
ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়,
ওয়াটারলু বিশ্ববিদ্যালয়,
আলবার্টা বিশ্ববিদ্যালয় ইত্যাদি
যেকোনো একটিতে ভর্তি হয়ে "ভিনিয়ার কানাডা গ্রাজুয়ে স্কলার্শিপের"
আবেদন করা যাবে।
সকল বিষয় সম্পর্কে জানতে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট – https://vanier.gc.ca/en/home-accueil.html
পোস্ট ট্যাগ -
Hsc এর পর বিদেশে পড়াশোনা, কম সিজিপিএ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা,
বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা তথ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ
নিয়ে বিদেশে পড়াশোনা, বিদেশে পড়াশোনার খরচ, বিদেশে স্কলারশিপ পাওয়ার যোগ্যতা, সরকারি
চাকরিজীবীদের বিদেশে উচ্চশিক্ষা