আধুনিক প্রযুক্তির ব্যবহার যতই বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে
ক্ষতিকর দিক গুলোও।অসংখ্য অ্যাপস প্রতিদিন মার্কেটে আসছে।এই অ্যাপ গুলো সম্পর্কে অনলাইনে
ভালো করে জেনে বুঝে ডাউনলোড না করার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই ।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের
সতর্কবার্তা : -
মোবাইল ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় ও লোভনীয় অ্যাপস প্রতিনিয়তই
সামনে আসছে। এই সমস্ত লোভনীয় অ্যাপ গুলো ডাউনলোড করার মাধ্যমে ব্যবহারকারীর সকল তথ্য
পাচার হয়ে যাচ্ছে অ্যাপস নির্মাতাদের কাছে। যার কারনে ব্যবহারকারীর অবর্ণনীয় ক্ষতি
হয়ে যেতে পারে।
ড. ওয়েব প্রতিষ্ঠানের তথ্য
: -
রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ড. ওয়েব স্মার্টফোনে
ভাইরাস ছড়াতে সক্ষম এমন ১৬টি অ্যাপের সন্ধান পেয়েছে।প্রতিষ্ঠানটির তথ্যমতে, বিভিন্ন
সুবিধা ব্যবহারের প্রলোভন দেখানো অ্যাপগুলো নামালেই ব্যবহারকারীদের ফোনে জোকার, ফেকঅ্যাপ
ও হিডেনঅ্যাডস ট্রোজান ভাইরাস প্রবেশ করে।
গুগলের পদক্ষেপ : -
ড. ওয়েব প্রতিষ্ঠানের তথ্য মতে বিভিন্ন ভাইরাস ছড়ানোর অভিযোগে এরই মধ্যে প্লে স্টোর থেকে
ক্ষতিকর অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল। তবে ব্যবহার কারীদের ফোনে থাকা অ্যাপস গুলো এখনো
তথ্য সংগ্রহ করে পাচার করতে সক্ষম। এ জন্য
ব্যবহার কারীদের ফোন থেকে অ্যাপ গুলো দ্রুত মুছে ফেলতে পরামর্শ দিয়েছেন নিরাপত্তা
বিশেষজ্ঞরা।
সাইবার হামলার ঝুঁকিতে
: -
বিভিন্ন সুবিধার প্রলোভন দেখিয়ে নামানোর ফলে অ্যাপ গুলো ব্যবহারকারীদের ফোনে জোকার, ফেকঅ্যাপ
ও হিডেনঅ্যাডস ট্রোজান ভাইরাস প্রবেশ করে। গুগলের নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাকি দিয়ে
প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় ইতি মধ্যে ২০ লাখেরও বেশিবার নামানো হয়েছে অ্যাপগুলো।
এ কারণে অনেক ব্যবহারকারীই সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। তাই স্মার্টফোন থেকে দ্রুত
ক্ষতিকর অ্যাপ মুছে ফেলতে হবে।
ভাইরাস ছড়ানো সর্বাধিক
ডাউনলোড করা অ্যাপ: -
ড. ওয়েব প্রতিষ্ঠানের তথ্য মতে, ক্ষতিকর ১৬ টি অ্যাপের মধ্যে সবচেয়ে
বেশিবার নামানো হয়েছে-
১) ‘সুপার স্কিবিডি কিলার’। ১০ লাখেরও বেশিবার নামানো হয়েছে অ্যাপটি।
২) এজেন্ট শুটার
৩) ‘রাবার পাঞ্চ থ্রিডি’।
এ দুটি অ্যাপই প্রায় ৫ লাখ বার করে নামানো হয়েছে।
গোপন ভাইরাস ছড়ানো অন্যান্য
অ্যাপ : -
রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ড. ওয়েব স্মার্টফোনে
ভাইরাস ছড়াতে সক্ষম এমন অন্য অ্যাপ গুলোর নাম
প্রকাশ করেছে।
ভাইরাস ছড়াতে সক্ষম এমন
অ্যাপ গুলোর নাম নিন্মে উল্লেখ করা হলো :
১) রেইনবো স্ট্রেচ,
২) ইন্টারনাল মেজ
৩) কাউবয়েজ ফ্রন্টিয়ার
৪) ইনচ্যান্টেড ইলিক্সির,
৫) ফায়ার ফ্রুটস,
৬) জাঙ্গল জুয়েলস,
৭) স্টিলার সিক্রেটস,
৮) গ্যাজইনডো ইকোনমিক,
৯) ফিন্যান্সিয়াল ফিউশন,
১০) ফিন্যান্সিয়াল ভল্ট,
১১) মানিমেন্টর,
১২) লাভ ইমোজি মেসেঞ্জার ও
১৩) বিউটি ওয়ালপেপার এইচডি।
৩+১৩=১৬ এ ১৬ অ্যাপ গোপনে
ভাইরাস ছড়াচ্ছে বলে ড. ওয়েব প্রতিষ্ঠানটি
স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করেছেন।
শেষ কথা: -
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ
নামানোর পূর্বেই নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে পরামর্শ দিয়েছেন । অ্যাপটির
বিষয়ে অন্য ব্যবহারকারীদের অভিজ্ঞতা জানতে হবে । অনলাইনে পাওয়া অপরিচিত লিংকে ক্লিক
করে অ্যাপ নামানো থেকেও বিরত থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন ।
পোস্ট ট্যাগ -
মোবাইলে ভাইরাস দূর করার উপায়, যে সকল অ্যাপস ভাইরাস ছড়ায়, ভাইরাস
কাটার সফটওয়্যার ভাইরাস কাটার সফটওয়্যার, মোবাইলের ভাইরাস কাটার সফটওয়্যার ডাউনলোড,
মোবাইলে ভাইরাস কাটার অ্যাপস, অটোমেটিক ভাইরাস সফটওয়্যার, অটো ভাইরাস কাটার সফটওয়্যার
ডাউনলোড, কম্পিউটারে ভাইরাস কাটার সফটওয়্যার, ভাইরাস ক্লিনার