নতুন চমক নিয়ে বাজারে এলো google পিক্সেল ওয়াচ ২। আকর্ষণীয় ডিজাইনের
স্মার্টওয়াচ টি গ্রাহকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
ঘড়িটি ডাস্ট ও ওয়াটার রেজ়িস্ট্যান্স এবং UWB বা আলট্রা ওয়াইড
ব্যান্ড সাপোর্টেড হওয়ায় পানিতে সাঁতার কাটতে এবং রাস্তাঘাটের আরও নিখুঁত ডিরেকশন দিয়ে মানব জীবনকে
আরো সহজ ও ছন্দময় করে তুলবে।
Google Pixel Watch 2 কি?
পিক্সেল ঘড়িত ২ হচ্ছে আলট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্টেড আকর্ষণীয়
অত্যাধুনিক এক ঘড়ি।গুগল পিক্সেল ওয়াচের দ্বিতীয় প্রজন্ম হিসেবে গুগল পিক্সেল ওয়াচ
২ বাজারে আসলো।
এর সাহায্যে মানুষ রাস্তাঘাটের
আরও নিখুঁত ডিরেকশন পাবে। এমনকি এটি ব্যবহার করে
পানিতেও সাঁতার কাটা যাবে।
যা রয়েছে এ ঘড়িতে : -
ঘড়িটির এক্সটিরিয়ার ডিজ়াইন আগের মডেলের মতই অপরিবর্তিত রয়েছে
।
এটি তে দেওয়া হয়েছে : -
১) 1.2 ইঞ্চির সার্কুলার OLED ডিসপ্লে
২) রেজ়োলিউশন রয়েছে
384 x 384 পিক্সেল।
৩) গুরুত্বপূর্ণ দুই ফিচারের মধ্যে ঘড়িটিতে আছে অপটিক্যাল হার্ট
রেট ও ব্লাড-অক্সিজ়েন সেন্সর। প্রতিযোগী অন্যান্য
ঘড়ির মতো এখনও এতে ECG মনিটরিংয়ের মতো ফিচার্স দেওয়া হয়নি।
ঘড়িটি ডাস্ট ও ওয়াটার
রেজ়িস্ট্যান্সের জন্য 5ATM/IP68 রেটিং প্রাপ্ত। এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এ ঘড়িটি UWB বা
আলট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্ট। এর সাহায্যে রাস্তাঘাটের আরও নিখুঁত ডিরেকশন পাওয়া যাবে।
স্মার্ট ওয়াচ টি কি কি কালারে পাওয়া যাবে?
২) বে, ম্যাট ব্ল্যাক
৩) অবসিডিয়ান এবং
৪) অন্যান্য আরও বিভিন্ন কালার অপশনে স্মার্টওয়াচটি পাওয়া যাবে।
ভারতে ঘড়িটি =39,900/- টাকায় লঞ্চ করা হয়েছে । তবে লঞ্চ অফারে এর উপরে থাকছে
আকর্ষণীয় ছাড়। কেউ যদি Pixel 8 ফোনটি ক্রয় করে থাকেন তাহলে তিনি স্মার্টওয়াচটি ডিসকাউন্টেড
প্রাইসে পেয়ে যাবেন।
ফোনের সঙ্গে একত্রে ক্রয়
করতে গেলে Pixel Watch 2 পাওয়া যাবে মাত্র
19,999 টাকায়।
ঘড়িটির আগের প্রজন্ম অর্থাৎ প্রথম পিক্সেল ঘড়িতে ব্যাপক সাড়া
পেয়েছিল সার্চ ইঞ্জিন জায়ান্ট টি। তেমনি Google Pixel 8 সিরিজ়ের সঙ্গেই এই নতুন স্মার্টওয়াচটি
লঞ্চ করা হয়েছে। সেই সঙ্গেই আবার নিয়ে আসা হয়েছে একটি ওয়্যারলেস ইয়ারবাড, যার নাম
Pixel Buds Pro.
Google Pixel Watch 2-এর ফিচার্স সংক্রান্ত যাবতীয় তথ্য : -
অত্যন্ত দ্রুততার সঙ্গে পারফর্ম করার জন্য এ লেটেস্ট ঘড়িতে নতুন
প্রসেসর দেওয়া হয়েছে। Snapdragon W5+ Gen 1 চিপসেট পেয়েছে ঘড়িটি। এ চিপসেট পেয়ার করা
থাকছে 2GB পর্যন্ত RAM-এর সঙ্গে। এই প্রসেসর দেওয়ার ফলে সবচেয়ে ভাল ব্যাকআপ দিতে পারবে
স্মার্টওয়াচের ব্যাটারি।
পূর্বের মতো একই 306mAh ব্যাটারি থাকলেও তার ‘লাইফ’ নিয়ে ব্যবহার
কারীদের কোন টেনশন করতে হবে না। গুগল জানিয়েছে
,যে অলওয়েজ় অন ডিসপ্লে চালু রেখেও ২৪ ঘণ্টার ব্যাকআপ দিতে পারবে নতুন পিক্সেল ওয়াচের
ব্যাটারি।
Google Pixel ওয়াচের দ্বিতীয় প্রজন্ম Google Pixel Watch 2-এর আগমন
গ্রাহকদের মধ্যে আগ্রহ উৎসাহ উদ্দীপনা ও প্রেরণা তৈরি করতে সক্ষম হয়েছি । এর আগের
প্রজন্মতেও অর্থাৎ প্রথম পিক্সেল ঘড়িতে ব্যাপক সাড়া পেয়েছিল সার্চ ইঞ্জিন জায়ান্টটি।
Google Pixel 8 সিরিজ়ের সঙ্গেই এই নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করা হয়েছে। সেই সঙ্গেই
আবার নিয়ে আসা হয়েছে একটি ওয়্যারলেস ইয়ারবাড, যার নাম Pixel Buds Pro.
গুগলের সাড়া জাগানো আকর্ষণীয় ডিজাইনের প্রযুক্তি গুলো বরাবরই গ্রাহকদের আকৃষ্ট করে আসছে। এবারের স্মার্ট ওয়াচ টির ক্ষেত্রেও তার ব্যতিক্রম
হবে না বলে আশা করছেন অভিজ্ঞ মহল।
পোস্ট ট্যাগ -
google pixel watch 2 price in Bangladesh, google pixel watch
price in Bangladesh, google pixel watch price in usa, google pixel watch price
in india, google pixel watch 7, google watch, smart watch, samsung watch